মুম্বই, ২২ এপ্রিল(হি.স.) : ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) দল মুম্বইয়ের কালবাদেবী এলাকা থেকে সোনা চোরাচালানের র্যাকেটের সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সুরজ ভোসলে ও তার বাবা ধর্মরাজ ভোসলে। ডিআরআই দল বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
রাজস্ব গোয়েন্দা দফতরের এক কর্তা শনিবার সাংবাদিকদের বলেন, সোনা চোরাচালান চক্রে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই কালবাদেবীতে সোনা গলানোর কাজ করেন। দুবাই থেকে চোরাচালান করা সোনা গলিয়ে চোরাচালানে সহায়তা করছিলেন তারা। ডিআরআই কর্তার মতে, এর আগে দলটি সোনা চোরাচালান মামলায় প্রশান্ত মাইনকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। ওই অভিযুক্তের ইঙ্গিতে দুজনকেই গ্রেফতার করা হয়েছে।