ধর্মনগর:- ৮১/১০(১৯.১)
সদর-এ:- ৮৩/৩(১০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। জয় দিয়ে শুরু করলো সদর-এ মহিলা ক্রিকেট দল। ৭ উইকেটে পরাজিত করলো ধর্মনগর মহকুমাকে। নিকিতা দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। সঙ্গে অন্নপূর্ণা দাসের অলরাউন্ড পারফরম্যান্স ও বিজয়া ঘোষের দুর্দান্ত বোলিং। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে শনিবার হয় ম্যাচটি। তাতে ধর্মনগরের গড়া ৮১ রানের জবাবে সদর-এ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নিকিতা দেবনাথের অপরাজিত ৪৪ রান এবং বিজিত দলের অধিনায়িকা পূজা পালের ৩১ রান উল্লেখযোগ্য। এদিন সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে সদর-এ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ধর্মনগর মহকুমা নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার পাঁচটি বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। উইকেটে টিকে থাকলেও স্কোরবোর্ড তেমন সচল রাখতে পারেনি ধর্মনগরের ব্যাটার্স-রা। মিডল অর্ডারে দলনেতৃ পূজা পাল ২২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩১ রান সংগ্রহ করে। উইকেট রক্ষক পুষ্পা সিনহার ১৪ রান কিছুটা উল্লেখ করার মতো। আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। অতিরিক্ত খাতে ২০ রান তাদের কিছুটা সাহায্য করেছে। সদর এ-র বোলার বিজয়া ঘোষ ৯ রানে এবং অন্নপূর্ণা দাস ১৬ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, দলনেতৃ প্রিয়াঙ্কা আচার্য দুটি এবং মামন রবিদাস একটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সদর-এ ১০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তবে ওপেনার নিকিতা দেবনাথ দৃঢ়তাপূর্ণ ব্যাটিং উপহার না দিলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। কৃত্তিকা কর্মকার, ঋজু সাহা, মামন রবিদাস যেভাবে দ্রুতলয়ে উইকেট ছেড়ে প্যাভিলিয়নে ফিরে আসছিল, ধর্মনগর শিবিরে একটু খুশির ঝিলিক দেখায় গিয়েছিল। তবে চতুর্থ উইকেটের জুটিতে নিকিতা দেবনাথ ও অন্নপূর্ণা দাস দায়িত্ব কাঁধে নিয়ে দলকে দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছায়। নিকিতা ২৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৪ রানে অপরাজিত থাকে। অন্নপূর্ণাও অপরাজিত থাকে ১১ বল খেলে দুটি বাউন্ডারি সহযোগে ১৩ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৪ রানও তাদের কিছুটা ত্বরান্বিত করেছে। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে বিজয়া ঘোষ পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।