তেলিয়ামুড়ায় ড্রাগস সহ আটক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ পুলিশের অভিযানে উদ্ধার ড্রাগস সহ উদ্ধার নগদ অর্থ৷ পলাতক নেশা কারবারি৷ শুক্রবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায় করকরি এলাকায়৷ স্থানীয় বাসিন্দা প্রাণেশ রুদ্রপাল নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ড্রাগস৷ যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা৷ উদ্ধার হয় নগদ অর্থও৷ মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন ত্রিপুরা জানান, অভিযুক্ত পালিয়ে গেছে৷ নেশা কারবারি প্রানেশ পকসো মামলায় দুই মাস আগে ছাড়া পায়৷ অভিযোগ এর পরেই নেশার ব্যবসা শুরু করে৷ এদিকে তেলিয়ামুড়া জহওর কলোনী কালীবাড়ি এলাকা থেকে এক ড্রাগস বিক্রেতা ও এক ড্রাগস সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার দুপুরে৷ জানা গেছে, জহওর কলোনী এলাকার সুমন দেবনাথ নামে যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় ড্রাগস বিক্রি করে আসছিলেন৷  এলাকাবাসীদের পক্ষ থেকে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল৷ ধৃত ড্রাগস সেবনকারির নাম গোপাল দেবনাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *