BRAKING NEWS

বনকর তাকিয়া মসজিদে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের নামাজ আদায়

শান্তিরবাজার(ত্রিপুরা ), ২২ এপ্রিল(হি.স.): সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সেই সাথে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছে ঈদুল ফিতর। দক্ষিণ ত্রিপুরা জেলার পবিত্র ঈদের নামাজের মুল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে ।

ধর্ম যার, উৎসব হোক সবার এই বার্তাই ভারতের অখন্ডতাকে রক্ষা করে রেখেছে । কে হিন্দু, কে মুসলিম এই ভেদাভেদ না রেখে একে অপরেকে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে । রমজানের রোজা শেষে শনিবারে এল খুশীর ঈদ। এই ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির জোয়ার । সারা দেশের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছে ঈদুল ফিতর। দক্ষিণ ত্রিপুরা জেলার পবিত্র ঈদের নামাজের মুল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে ।এই দিন সকালে নতুন বস্ত্র পরিধান করে মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হয় মুসলিম ধর্মাবলম্বীরা । মসজিদের মোল্লা সাহেব উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ পড়ান । নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । এরপরেই ঘরে ঘরে সেমাই সহ রকমারি খাবারের ধূম পরে যায় ঈদকে কেন্দ্র করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *