BRAKING NEWS

ভণ্ডুল ঈদের নামাজ, ঝড়-শিলাবৃষ্টিতে দলগাঁওয়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি

দরং (অসম), ২২ এপ্ৰিল (হি.স.) : ঈদের নামাজের ঠিক আগ-মুহূর্তে প্রচণ্ড ঝড় এবং শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে দরং জেলার দলগাঁওয়ে। ঝড়ের কারণে সড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী লাইনের। ফলস্বরূপ ঈদের দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।

অন্যদিকে বিহু উদযাপনের জন্য তৈরি তোরণ সহ মঞ্চগুলি ভেঙে পড়েছে। অনেক স্থানে যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয়েছে। আমের মুকুল, আলু, কুমড়ো, সর্ষে সব ধরনের ফসলই নষ্ট হয়েছে মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *