আচমকাই পদত্যাগ হিমাচলের বিজেপি সভাপতি সুরেশের, নাড্ডার কাছে জমা দিলেন ইস্তফাপত্র

শিমলা, ২১ এপ্রিল (হি.স.): শিমলা পৌর কর্পোরেশন নির্বাচনের ঠিক আগে, হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি সুরেশ পদত্যাগ করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে ইস্তফাপত্র হস্তান্তর করেছেন তিনি, শুক্রবার দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, কাশ্যপ বিজেপি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য “ব্যক্তিগত কারণ” উল্লেখ করেছেন।

রাজীব বিন্দালের পদত্যাগের পরে, ২০২০ সালের ২২ জুলাই হিমাচল প্রদেশ বিজেপির সভাপতি নিযুক্ত হয়েছিলেন সুরেশ কাশ্যপ, তার কার্যকাল একটি দুর্বল ছিল। দল ২০২১ সালের নভেম্বরে মান্ডি লোকসভা আসনের উপনির্বাচনে এবং আরকি, ফতেহপুর এবং জুব্বাল-কোটখাই বিধানসভা কেন্দ্রগুলিতে পরাজয়ের সম্মুখীন হয়েছিল৷ ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনেও হেরেছিল বিজেপি৷