নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে তলব করল সিবিআই। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এক মামলায় সাক্ষী দিতে হবে তাঁকে।
অনিল আম্বানির মালিকাধীন রিলায়েন্স জেনারেল ইনস্যুরেন্সের তরফে তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল গত বছর অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবি ছিল, ‘জম্মু-কাশ্মীরের রাজ্যপাল থাকার সময়েই তাঁকে ওই বিপুল পরিমাণ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এক সঙ্ঘ নেতা।’ ওই অভিযোগের ভিত্তিতে ফের জম্মু-কাশ্মীরের রাজ্যপালকে তলব করল সিবিআই। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য সত্যপাল মালিককে ডেকে পাঠানো হয়েছে।
সমনের প্রতিক্রিয়া জানিয়ে মালিক বলেছেন, তদন্তকারী সংস্থা আগামী সপ্তাহে তার আকবর রোড গেস্টহাউসে তার উপস্থিতি চেয়েছে। তিনি বলেন, “তারা কিছু স্পষ্টীকরণ চায় যার জন্য তারা আমার উপস্থিতি চায়। আমি রাজস্থান যাচ্ছি তাই আমি তাদের ২৭ থেকে ২৯ এপ্রিলের তারিখ দিয়েছি যখন আমি উপলব্ধ থাকব”।