BRAKING NEWS

কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ভুলে গেল মোদী সরকার: কংগ্রেস


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ভুলে গেছে। এই সরকার কৃষকদের স্বার্থ নিয়ে চিন্তিত নয় বলে অভিযোগ করল কংগ্রেস।

প্রবীণ কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আজ সারা দেশে কৃষি ও কৃষক সংকটে রয়েছে। মোদী সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার স্বপ্ন দেখিয়েছিল। সে এখন ভুলে গেছে। হুডা আরও বলেন, আজ কৃষকরা জিএসটি দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। কংগ্রেসের সময় সার, কীটনাশক ও ট্রাক্টরের যন্ত্রাংশের ওপর কোনো কর ছিল না। এখন সবাইকে ট্যাক্স দিতে হবে।
হুডা বলেন, কৃষকদের আয় দ্বিগুণ না হলেও কৃষক নিশ্চিতভাবেই ঋণে ডুবে যাচ্ছে। মোদী সরকার কৃষকদের সাথে সম্পর্কিত অনেক প্রকল্পের বাজেট এবং সেগুলিতে প্রাপ্ত ভর্তুকি হ্রাস করেছে। এ কারণে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষক আন্দোলনের সময় মোদী সরকার ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) জন্য আইনি গ্যারান্টি দেওয়ার কথা বলেছিল। কিন্তু আজও কৃষকরা এমএসপি পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *