পাথারকান্দিতে নির্মীয়মাণ অটলবিহারী বাজপেয়ী ভবনের কাজ পরিদর্শন বিধায়কের

পাথারকান্দি (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলাধীন পাথারকা‌ন্দি‌তে নির্মীয়মাণ অটলবিহারী বাজপেয়ী ভবনের সরেজমিনে পরিদর্শন করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দি ব্লকের অন্তর্গত শ্রীপুরে প্রায় এক বিঘা জমির উপর নিৰ্মাণ হচ্ছে অটলবিহারী বাজপেয়ী ভবন।

নির্মীয়মাণ অটলবিহারী বাজপেয়ী ভবনের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ সম্পৰ্কে বিধায়ক জানান, গত ফেব্রুয়া‌রি মাসে মোট ২,৭০০ স্কোয়ার ফিটের এই বিশাল ভব‌নের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এর নির্মাণকাজ জোর কদমে চলছে। সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রত্যেক ব্লক মণ্ডলে এক‌টি ক‌রে অটলবিহারী বাজপেয়ী ভবনের নির্মাণ কাজ শুরু হ‌য়ে‌ছে। তিন তলা বি‌শিষ্ট এই ভবনের নির্মাণকাজ প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হ‌য়ে গে‌ছে। আগামী ডিসেম্বরের ম‌ধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশাবাদী বিধায়ক কৃষ্ণেন্দু পাল।