BRAKING NEWS

ঊনকোটি জেলায় গঙ্গানগরে নাবালিকা ছাত্রী অপহরণ


 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ঊনকোটি জেলার গঙ্গানগরে নাবালিকা ছাত্রী অপহরণের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ অপকরণকারীর নাম ধাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ তৎপরতা শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার কিংবা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়নি৷ ফলে  নাবালিকার পরিবার পরিজন সহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ   উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় ঊনকোটি  পুলিশ সুপার অধীনে ফটিকরা থানার অন্তর্গত   গঙ্গানগর ৩ নং ওয়ার্ড সুকল পড়ুয়া ছাত্রী নিখোঁজ৷ পিতার দাবি অপহরণ৷   দিন দিন বেড়েই চলেছে অপহরণ, খুন, ছিনতাই, রাহাজানির মত ঘটনা৷ এবার সংগঠিত হল দশম শ্রেণিতে পাঠরত এক নাবালিকা মেয়ের অপহরণ৷ প্রশাসনের নিকট কাতর আবেদন পরিবারের সদস্যদের৷ ফটিকরায় সুকলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় নাবালিকা৷ নাবালিকা  গঙ্গানগর ৩ নং ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকার বাসিন্দা৷ গঙ্গানগর এলাকারই মিষ্টু দেবনাথ নামক  এক যুবক, এ ঘটনা সংগঠিত করেছে বলে দাবি অপহৃতার পিতার৷ থানায় মামলা দায়ের করা হয়েছে৷  পরিবারের সদস্যদের কাতর আবেদন, পুলিশ প্রশাসন যাতে তাদের মেয়েকে অতি সত্তর পরিবারের হাতে তুলে দেয়৷ মেয়ের বাবা পিন্টু সেন অনুরোধ জানিয়েছেন অতিসত্বর মেয়েকে যাতে পুলিশ উদ্ধার করে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *