নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ জিবি বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয় জিবি বাজার এলাকায়৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত জানান দেশ জুরে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ তাই এইদিন জিবি বাজার ব্যবসায়ী সমিতি পথ চলতি সাধারন মানুষের মধ্যে সরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে৷ জিবি হাসপাতালে রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগী ও তাদের পরিবার পরিজনরা আসে৷ তাই সকলের জন্য এইদিন সরবত বিতরণ করা হয়েছে৷ মহারাজগঞ্জ বাজার কিংবা জিবি বাজার নয়, এইদিন রাজ্যের বিভিন্ন স্থানে পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়৷
একদিকে প্রখর রৌদ্র, অপরদিকে হাঁসফাঁস গরম৷ এতে করে এক প্রকার নাজেহাল সাধারন মানুষ৷ এই অবস্থায় পথ চলতি সাধারন মানুসদের মধ্যে সরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি৷ এইদিন মহারাজগঞ্জ বাজারের লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় পথ চলতি সাধারন মানুষ ও শ্রমিকদের মধ্যে সরবত বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্যরা৷ প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য জানান গরম বৃদ্ধির সাথে সাথে মুখ্যমন্ত্রী সরকারি সুকলে ছুটি ঘোষণা করেছেন৷ তারপর আরক্ষা কর্মী ও ট্রাফিক পুলিশদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে৷