নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত৷ গত২০১৪ ইং সনে আগরতলা আনন্দ নগরের বাসিন্দা পরেশ দাশের মেয়ে রূপসী দাশের সঙ্গে সামাজিক মাধ্যমে বিয়ে হয় উদয়পুর মাতা বাড়ি নরেন্দ্র নমঃ – র ছেলে টুটন নমঃ – র সঙ্গে৷ বিয়েতে যাযা দাবি ছিল সব কিছুই মেয়ের বাবা দিয়েছে৷বিয়ের পর কয়েক মাস ভাল ই চলছিল৷এর পর ছেলে ও ছেলের বাবা সহ পরিবারের লোকজন যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে আসছে রূপসীর উপর৷ পরবর্তী ২০১৬ ইং সনে ২২ শেষ মার্চ রূপসীর গায়ে কেরোসিন ঢেলে দেয় তার স্বামী৷ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রূপসী৷ শেষে রূপসীর মা রাধাকিশোরপুর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷যার কেইস নম্বর ৩২/১৬৷ পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়ে মাঠে নামে পুলিশ৷৪৯৮( এ)/৩০২ আই পি সি ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেন৷ আসামী নরেন্দ্র নমঃ ও উনার ছেলে টুটন নমঃ কে পুলিশ গ্রেপ্তার করে৷ দীর্ঘ তদন্তের পর ্যডিশন্যাল সেশন জজ সাক্য বাক্য গ্রহন করার পর বুধবার রূপসীর স্বামী টুটন নমঃ কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে ছয়মাসের জেল জরিমানা করা হয়৷