নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ টেট পরীক্ষার্থীরা প্রশ্ণপত্রের ভুল ত্রুটির অভিযোগ তুলে দারস্থ হয়েছিল টিআরবিটির কন্েন্টালারের৷ কিন্তু এখন টিআরবিটির কন্েন্টালার পরীক্ষার্থীদের তোলা অভিযোগ টেনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ২০-৩০ জন পরীক্ষার্থী বারবার উনার অফিসে যাচ্ছেন৷ এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন৷ বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন ২০২২-টেট পরীক্ষার্থীরা৷ তিনি জানান, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকে এই ভুল ত্রুটিগুলি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কন্েন্টালারের দারস্থ হয়েছেন৷ কিন্তু তিনি একবারের জন্য পরীক্ষার্থীদের তোলা অভিযোগ পর্যালোচনা করেননি এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেননি৷ তাই দাবি জানানো হচ্ছে গোটা প্রশ্ণপত্র যাতে সঠিকভাবে পর্যালোচনা করে যে ভুল ত্রুটিগুলি রয়েছে তার স্টারমার্ক দেওয়া হয়৷ এর পাশাপাশি কন্েন্টালারকে চ্যালেঞ্জ করে বলেন আগামী বৃহস্পতিবার তারা সমস্ত পরীক্ষার্থী টিআরবিটি অফিসে বিক্ষোভ দেখাতে যাবেন৷