কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : মুকুলপুত্র শুভ্রাংশু রায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ‘রাজনীতি’, ‘বড় টাকার খেলা’ বলে একাধিক অভিযোগ তুলেছেন। মুকুল রায়কে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তেমন কিছু বলতে চান নি। তবে সায় দেননি শুভ্রাংশুর কথায়। কুণালের মন্তব্য, ও যা বলছে, কে জড়িত আছে, তার উপর তদন্ত দরকার। যে এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ সেটা নিয়ে কিছু বলার নেই। এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার।”
এদিন শুভ্রাংশু বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন। তা নিয়ে আপত্তি শোনা গেল কুণাল ঘোষের গলায়। বললেন, ”শুভ্রাংশু যা বলেছে তাতে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক না। সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক না। আগে তো বলতে পারতেন যে সিবিআই অভিষেককে নিয়ে যা করছে, সেটা অন্যায়। বলেননি তো। আর মুকুলবাবু তো কিছু বলেননি অভিষেকের কথা। এখন ওঁর ছেলে কেন বলছেন?”
এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষও। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? উনি তো একজন বিধায়ক। ৬ মাস ধরে ওঁকে দেখেছেন কোথাও? উনি লস্ট কেস। কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।” বাংলার রাজনৈতিক বৃত্তে দিনভর আলোচনার কেন্দ্রে মুকুল রায় ‘অন্তর্ধান রহস্য’। সোমবার সন্ধে থেকে যার সূচনা। মঙ্গলবারও তা নিয়ে আলোচনার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে শুভ্রাংশু।