কোকরাঝাড় (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় জেলাধীন গোসাইগাঁও মহকুমার অন্তৰ্গত অসম-পশ্চিমবঙ্গ আন্তরাজ্য সীমান্তবর্তী শ্রীরামপুরে শূকর বোঝাই তিনটি ট্রাক বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশ। তিনটি ট্রাক থেকে ১৬৫টি শূকর উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্যে একটি শূকরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গোসাইগাঁও মহকুমার অন্তর্গত শ্রীরামপুরে শিমুলপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আগত তিনটি ট্রাকে তালাশি চালিয়ে শূকরগুলি বাজেয়াপ্ত করেছে। ট্রাকগুলি যখন অসম-পশ্চিমবঙ্গ সীমা পেরিয়ে গ্রামীণ রাস্তা ধরে যাওয়ার আটক করে অসম পুলিশ।