BRAKING NEWS

মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ফের পড়ল শেয়ার বাজার

মুম্বই,১৮ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ফের পড়ল শেয়ার বাজার। স্টক বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহে সেভাবে বুলরা সক্রিয় নাও হতে পারে নিফটি, সেনসেক্সে।

চলতি সপ্তাহে টানা দ্বিতীয় ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজার পতনের সাথে বন্ধ হয়েছে। এফএমসিজি ও জ্বালানি স্টকগুলিতে মুনাফা বুকিংয়ের কারণে বাজার হ্রাস পেয়েছে। আজকের ট্রেডিং শেষে বিএসই সেনসেক্স ১৬৪ পয়েন্ট কমে ৫৯,৭২৭ পয়েন্টে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৪৭ পয়েন্ট কমে ১৭,৬৬০ পয়েন্টে বন্ধ হয়েছে। তবে উভয় সূচকই নিম্ন স্তর থেকে অনেকটাই ওপরে উঠে আসতে সক্ষম হয়েছে। কারণ এক সময় সেনসেক্স ৪৩১ ও নিফটি ১০৪ পয়েন্টে নেমেছিল।

আজকের লেনদেন শেষে আইটি, ফার্মা, মেটালস, হেলথ কেয়ার খাতের শেয়ারের দর বেড়েছে। এনার্জি, এফএমসিজি, কনজিউমার ডিউরেবল, তেল ও গ্যাসের মতো সেক্টরে পতন দেখা গেছে। তবে বাজারে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকে ভাল বৃদ্ধি হয়েছে। ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ১৫টি লাভ ও ১৫টি লোকসানের মুখ দেখেছে। পাশাপাশি নিফটির ৫০টি স্টকের মধ্যে ২২টি বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে, যেখানে ২৪টি পতন ।
আজকের ট্রেডিং সেশনেও বিনিয়োগকারীদের সম্পদের পরিসংখ্যানে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন সোমবার ২৬৫.৯৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২৬৫.৯৫ কোটি টাকা হয়েছে। তবে এখনই বাজারে বড় বুল রান দেখছে না বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে অস্থিরতা দেখা যেতে পারে দালাল স্ট্রিটে। সেই ক্ষেত্রে কোনও বড় খবর ছাড়া বাজারে সেরকম উচ্ছ্বাস নাও দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *