কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : চড়া গরমে নাভিশ্বাস ওঠার উপক্রম আমজনতার একটা বড় অংশের। অনেকে নিতান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বার হচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ। কিন্তু সব কাজ তো অনলাইনে হয় না! তাই মঙ্গলবার বিকেলে প্রবল গরমেই ইফতারের ফল মূল রোজা রাখা পূর্নার্থীদের ঘরে ঘরে পৌঁছে দিলেন ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস।
এলাকার মসজিদপাড়া, সাউথ সিটির উল্টোদিকের ঊষাগেট পল্লী ও লর্ডস বেকারি পার্শ্বস্থ মুসলিম পাড়ায় ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছালেন পুরমাতা। দাবদাহের মধ্যে ঘরে বসেই রোজা ভাঙার ফলমূল হাতে পেয়ে বেজায় খুশি উপবাস করা কয়েক’শ মুসলিম পুণ্যার্থী।