পাটনা, ১৮ এপ্রিল (হি.স.): বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মদের কারবারি-সহ গ্রেফতার করা হয়েছে ১৮৩ জনকে। বিহারে বিষমদের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। বিহারের মোতিহারিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিষমদ কান্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। যদিও, বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি।
মোতিহারি এবং মুজফ্ফরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৮৩ জন। তল্লাশি অভিযানে ৬ হাজার লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। অবৈধ মদের রমরমা রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে মোতিহারি পুলিশ। ধৃত ১৮৩ জনের মধ্যে ২৬ জন অবৈধ মদের কারবারি।