ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।অবশেষে ধরা দিলো জয়। জয় দিয়েই আসর শেষ করলো উদয়পুর মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে সোমবার উদয়পুর মহকুমা ৬ রানে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উদয়পুর মহকুমা মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষান দাস ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং শুভম দেবনাথ ৬৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। সাব্রুমের পক্ষে প্রসেনজিৎ দেবনাথ (৪/৮) এবং ইমন ত্রিপুরা (৩/১৫) সফল বোলার। জবাবে কেলতে নেমে আফতাব চৌধুরির (৪/১১) বিধ্বংসী বোলিংয়ে ৮১ রানে গুটিয়ে যায় সাব্রুম মহকুমা।দলের পক্ষে প্রীতম দাস ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। উদয়পুরের আফতাব ছাড়া সুপ্রতীম দেবনাথ (৩/১৬) সফল বোলার।
2023-04-17