ভাঙড়, ১৭ এপ্রিল (হি. স.) বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও কর্মীদের আঁটকে রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরকে ঘিরে ধরেও চলে এই বিক্ষোভ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাশিপুর থানার পোলেরহাট নওয়াবাদ এলাকায় বিগত বেশ কিছুদিন ধরে ঠিক মত বিদ্যুৎ থাকছে না। রাতে লো ভোল্টেজের কারণে ঠিক মত ঘুমাতে পারছে না পরিশ্রমী মানুষেরা। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। দিনের পর দিন বিদ্যুতের সমস্যায় ভুগলেও তা সমাধানের কোন উদ্যোগই দেখানো হয়নি বলে অভিযোগ। আর সেই কারণে সোমবার সকালে ভাঙড় শ্যামবাজার ৯১ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দ্রুত পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি দীর্ঘক্ষণ বিদ্যুৎদপ্তরের গাড়ি ও কর্মীদের আঁটকে রেখে বিক্ষোভ চলে। শেষে এলাকার তৃণমূল নেতা খয়রুল ইসলাম ট্রান্সমিটারের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।