ভাটিন্ডার সেনাছাউনিতে গুলিকাণ্ডে ধৃত এক জওয়ান, কবুলও করল নিজের দোষ

ভাটিন্ডা, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডার সেনাছাউনিতে সেনার ৪ জওয়ানকে গুলি করে হত্যা মামলায় সেনারই এক জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। ধৃতের নাম মোহন দেশাই। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে সে স্বীকার করেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে গুলি করে ওই ৪ জওয়ানকে খুন করেছে সে। ঘুমের মধ্যেই সে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাঁদের খুন করে।

গত বুধবার ভোরে ভাটিন্ডা সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি চালানো হয়। ওই ঘটনায় নিহত হন ৪ সেনা জওয়ান। গুলিকাণ্ডের পর সেই ঘটনার তদন্তে নামে পঞ্জাব পুলিশ। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযুক্তেরা সাদা কুর্তা-পায়জামা পরে ওই ছাউনিতে প্রবেশ করে। তাঁদের সঙ্গে একটি ইনসাস রাইফেল এবং একটি কুড়াল ছিল বলে পুলিশ সূত্রে খবর। গুলি চালানোর ঘটনায় সন্ত্রাসবাদীদের যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।