নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): সেনা কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম সংস্করণ সোমবার শুরু হয়েছে। পাঁচ দিনের এই সম্মেলন চলবে এ মাসের ২১ তারিখ পর্যন্ত। এই প্রথমবার নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহারকে ভিত্তি করে সম্মেলনটির আয়োজন করা হয়েছে। প্রথম দিন সেনা কমান্ডার এবং অন্যান্য বরিষ্ঠ অধিকর্তারা ভার্চুয়ালি বৈঠক করেন।
এরপর সামনাসামনি আলোচনায় অংশ নিতে দিল্লি আসবেন তাঁরা। সম্মেলনের মধ্যেই শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান এবং আগামী দিনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করবেন। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতিও পর্যালোচনা করবেন তাঁরা। অগ্নিপথ প্রকল্পের অগ্রগতির পাশাপাশি পরিবর্তনের বছর – ২০২৩ সম্পর্কেও এই সম্মেলনে আলোকপাত করা হবে।

