হাইলাকান্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় ঈদের দিন শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার সব সার্কল অফিসার, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তাগণ অংশ নেন।
সভায় জেলাশাসক হিবরে আসন্ন ঈদ-উল ফিতরের আগে হাইলাকান্দি পুর এলাকায় সাফাই অভিযান চালাতে এবং স্ট্রিটলাইট মেরামতি করতে পুরসভার এগজিকিউটিভ অফিসারকে বলেন। পাশাপাশি তিনি প্রতিটি রাজস্ব চক্র ও থানা পর্যায়ের ঈদগাহ কমিটির সঙ্গে বৈঠক করতে সার্কল ও থানাকে নির্দেশ দেন। সভায় জানানো হয়েছে, জাতীয় সড়কের পার্শ্ববর্তী সব কয়টি জমায়েতস্থল ঈদগাহে ঈদের দিন ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ জওয়ান মোতায়ন করা হবে। পাশাপাশি ঈদগাহ কমিটি থেকে ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক মোতায়ন করতেও জেলাশাসক পরামর্শ দেন।
বৈঠকে অংশ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ দাসবড়ো শান্তিপূর্ণভাবে ঈদোৎসব পালনের লক্ষ্যে সব ঈদগাহ ও মসজিদ কমিটিগুলির সহযোগিতা কামনা করেন। বৈঠকে কয়েকজন বক্তা ঈদের দিন একশ্রেণির বাইক চালক যাতে উৎসবের আনন্দে বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনার মুখে পতিত না হন সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে অনুরোধ জানান।
বক্তাদের মধ্যে ছিলেন জেলা হজ কমিটির যুগ্ম-সম্পাদক হাফিজ আবুল হোসেন মাঝারভুইয়াঁ, সামস উদ্দিন বড়লস্কর, জাকির হোসেন চৌধুরী, বদরুল ইসলাম মীরা, হাজি গিয়াস উদ্দিন লস্কর, আলি আকবর তালুকদার, শফিক উদ্দিন বড়ভুইয়াঁ প্রমুখ। এছাড়া সভায় অতিরিক্ত জেলাশাসক সপ্ততী এন্দোও অংশ নেন। সভাপতির ভাষণে জেলাশাসক হিবরে যে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে স্থানীয় সার্কল অফিসার কিংবা থানার ওসিদের সঙ্গে অথবা বিপর্যয় মোকাবিলা শাখার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

