ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। এলটিভি-ই সেমিফাইনালে পৌঁছুলো। গ্রুপ লীগের শেষ ম্যাচে পরাজিত হলেও রান রেটের নিরিখে গন্ডাছড়াকে টপকে লংতরাইভ্যালি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। চার ম্যাচের শেষে দু দলের পয়েন্ট ১২ করে হলেও রান রেটে লংতরাইভ্যালির রান রেট ১.২২৩। অপরদিকে গন্ডছড়ার রান রেট ১.১৩৪। স্বাভাবিক কারণে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে লংতরাইভ্যালি। আজ, সোমবার ধর্মনগর থামিয়ে দিয়েছে লংতরাইভ্যালির বিজয় রথ। টানা তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচের মাথায় হারতে হয়েছে ধর্মনগরের কাছে ৮২ রানের ব্যবধানে। ধর্মনগর পেয়েছে গ্রুপে তৃতীয় স্থান। খেলা ছিল কৈলাশহরের আর কে এম স্টেডিয়ামে। ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুবিধা পেয়ে ধর্মনগর ৩৯.১ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহন মজুমদারের ৪৯ এবং ভার্গব দত্ত রায়ের ৪৭ রান উল্লেখযোগ্য। এছাড়া, অতিরিক্ত ৫৪ রান ও তাদের অনেকটা সাহায্য হয়েছে। লংতরাইভ্যালির অভিজিৎ দেব ৩৭ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া তুজিম দেওয়ান ও তন্ময় চন্দ দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এলটিভি ৩১.১ ওভার খেলে ১৭০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুজিত ঋষি দাস সর্বাধিক ৫৪ রান পায়। এছাড়া তন্ময় চন্দের ২৯ রান উল্লেখযোগ্য। ধর্মনগরের অভয় চক্রবর্তী ৪৮ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, প্রাঞ্জল গোস্বামী পেয়েছে চারটি উইকেট ২৯ রানের বিনিময়ে।