ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। সম্পূর্ণ নির্বাচনী বিধি মেনে সাধারণ নির্বাচনী বৈঠকে বসে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে প্রেসিডেন্ট জিষ্ণু দেববর্মা, ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা, উপদেষ্টা কল্যাণী রায়, সচিব রূপক কুমার সাহা, টুর্নামেন্ট সেক্রেটারি গিরিধারী দেবনাথ এবং কোষাধ্যক্ষ প্রশান্ত দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি চারজন, সহ সম্পাদক হিসেবে দুজন এবং ৭ জন রয়েছেন কার্যকরী কমিটির সদস্য হিসেবে। আজ, সোমবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী বিধি অনুসারে রাজ্যের আটটি জেলার প্রতিনিধিরাও নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বসম্মতি ক্রমে নবগঠিত কমিটি আগামী সময়ে সংস্থার উন্নয়নমূলক সামগ্রিক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সর্বোপরি আজ সোমবারই এক বিশেষ অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরক আন্তর্জাতিক সংস্থা ইয়োনেক্স সানরাইজ স্পোর্টস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের সঙ্গে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের এক বছরের জন্য একটি মৌ সাক্ষরিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ২৫ লক্ষ টাকার ব্যাডমিন্টন ক্রীড়া সামগ্রী রাজ্য সংস্থাকে প্রদান করার অঙ্গীকার করেছে। রাজধানীর এক অভিজাত হোটেলে জেলা সংস্থার প্রতিনিধিদের হাতে ব্যাডমিন্টন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সানরাইজ স্পোর্টস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের সিইও দেব কুমার জানা, এমডি বিক্রমাদিত্য ধর প্রমুখ উপস্থিত ছিলেন। ওনারা ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা এবং সচিব রূপক কুমার সাহার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এদিকে, ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা আটটি জেলা সংস্থার প্রতিটিকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। যার মাধ্যমে সারা বছর রাজ্য জুড়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে। ফলস্বরূপ ব্যাডমিন্টনের মানোন্নয়ন ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন।