সদর ‘এ’-২৪৫/১০(৪৪.১)
খোয়াই-১৪৪/১০(৩৩)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।সেমিফাইনালে সদর ‘এ’। গ্রুপ লিগের সবকটি ম্যাচে জয়লাভ করে শেষ চারের ছাড়পত্র পেয়ে গেলেন শুভ্র পালের ছেলেরা। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। সোমবার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘এ’ ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করে খোয়াই মহকুমাকে। মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘এ’ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান করে। দলের পক্ষে গৌরব রাজ সাহা ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫, অয়ন রায় ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অতনু রায় ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,অর্কজিৎ সাহা ২০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯, অনিক দাস ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং আকাশ সরকার ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে।দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। খোয়াই এর পক্ষে পাপন আচার্য (২/৩৩), বিশাল নম: দাস (২/৪৩) এবং রাজদীপ ঘোষ (২/৪৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে অগ্রত শীলের (৫/২৫) দুরন্ত বোলিংয়ে ১৪৪ রানে গুটিয়ে যায় খোয়াই মহকুমা। দলের পক্ষে শুভদীপ পাল ৭৩ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫২ এবং শুভজিৎ পাল ৬৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। সদর ‘এ’-র পক্ষে অগ্রত ছাড়া অয়ন রায় (২/১০) এবং রাহুল দেবনাথ (২/২৭) সফল বোলার।