ইসলামাবাদ, ১৭ এপ্রিল(হি.স.) : হজরত মহম্মদকে অপমানের অভিযোগে পাকিস্তানে গ্রেফতার এক চিনা নাগরিক। অভিযুক্তকে হত্যার জন্য় হন্য়ে হয়ে খুঁজছে উন্মত্ত জনতা। পুলিশের দাবি, তাদের হাত থেকে বাঁচাতে সামরিক কপ্টারে চাপিয়ে অন্য প্রদেশে পাঠানো হয়েছে। সতর্কমূলক পদক্ষেপ হিসেবে তাকে নিজেদের হেফাজতে রাখা হয়েছে বলে দাবি পুলিশের।
উত্তর পাকিস্তানের কোহিস্তান প্রদেশে দাসু জলবিদ্যুৎ প্রকল্পের দায়িত্বে ছিলেন এক চিনা নাগরিক। রবিবার দুপুরে তাঁর অফিস ঘিরে ধরে উন্মত্ত জনতা। তাঁদের অভিযোগ, ইসলাম ধর্মগুরু হজরত মহম্মদের অপমান করেছেন ওই চিনা নাগরিক। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তাতেও রক্ষে নেই, অভিযুক্তর খোঁজে সোমবার দুপুরে জেলা পুলিশের সদর দফতরে হামলা চালায় তারা। মনে করা হয়েছিল, সদর দফতরেই লুকিয়ে রাখা হয়েছে ওই চিনা নাগরিককে। কিন্তু তাঁর হদিশ মেলেনি। পুলিশের দাবি, নিরাপত্তার কথা রেখে সেনা বিমানে অন্য প্রদেশে পাঠানো হয়েছে তাঁকে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চিনা নাগররিককে গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানে ধর্মনিন্দার আইন খুবই কঠোর বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকবার এই আইন সংশোধন করার প্রস্তাবও পেশ করা হয়েছে। অনেক সময়ই প্রভাবশালী ব্যক্তিরা এই আইনের অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করেন। ধর্মনিন্দা আইনের বলে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল। এবার ফের এক চিনা দেশের নাগরিককে গ্রেফতার করা হল। ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানে চিনা নাগরিকের গ্রেফতারি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা।