নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ মনুভ্যালি চা বাগান এলাকায় এক গৃহবধূকে মদের বোতল ভেঙ্গে পেটের মধ্যে ঢুকিয়ে প্রাণে মারার চেষ্টা গৃহবধূর স্বামী এবং স্বামীর বোনের জামাইয়ের৷ জানা যায়, নকুল বাউরী প্রায় সময়ই আকন্ঠ মধ্যপান করে এসে তার স্ত্রী পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারধোর করত৷ অভিযোগ ,শনিবার রাতে নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারধোর করে৷ কোন এক সময় নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে মদের বোতল ভেঙ্গে পূর্ণিমা বাউরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়৷ এতে গুরুতর ভাবে আহত হয় পূর্ণিমা বাউরি৷ পূর্ণিমা বাউরির চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমায়৷ খবর পাঠানো হয় কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত পূর্ণিমা বাউরিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে পূর্ণিমা বাউরী সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে কৈলাশহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক৷ তাদেরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ গৃহবধূকে হত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা৷ এদিকে আক্রান্ত গৃহবধূ বর্তমানে কৈলাশহর জেলা হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
2023-04-16

