নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ জে আর বি টি পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের দাবিতে রবিবার আগরতলা সিটি সেন্টারে সামনে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেন চাকুরী প্রার্থীরা৷ অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন৷ উল্লেখ্য
সমস্ত প্রক্রিয়া শেষ করে জুন-জুলাইয়ের মধ্যে দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবি জানালেন জে আর বি টি পরীক্ষায় উত্তীর্ণরা৷সরকারি বিভিন্ন দপ্তরে গ্রুপ- সি, গ্রুপ- ডি পদে লোক নিয়োগের জন্য ২০২১ সালের আগস্ট মাসে পরীক্ষা নেওয়া হয়৷ লক্ষাধিক পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিল৷ অভিযোগ, পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ নিয়ে বহু তালবাহানা হয়৷ আদালতে মামলাও হয়৷ অবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাসে ফল প্রকাশ করে কর্তৃপক্ষ৷ এর পরেই শুরু হয়েছে উত্তীর্ণদের ইন্টার্ভিউ৷ কিন্তু বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়৷ ইতিমধ্যে নির্বাচন শেষে ফল প্রকাশ হয়ে গেছে দেড় মাস৷ অভিযোগ ,এখনও নতুন করে প্রক্রিয়া শুরু হয়নি৷ এই অবস্থায় প্রক্রিয়া শুরু করে নিয়োগ শেষ করার দাবিতে ফের আন্দোলনে নামলেন জে আর বি টি পরীক্ষায় উত্তীর্ণদের একাংশ৷ রবিবার তারা আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়৷
2023-04-16

