নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ সরকারি কাজ করেও মিলছে না টাকা ! শ্রমিকরা প্রশাসনের আধিকারিক এর দরজায় দরজায় ঘুরে রীতিমতো ক্লান্ত৷ ঘটনা গোপিনগর গ্রাম পঞ্চায়েতে৷
২০২০-২১ অর্থবর্ষ অনুযায়ী বিশালগড় ব্লকের অন্তর্গত গোপিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২ টি অঙ্গনওয়াড়ি সেন্টার, কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার ১ টি অঙ্গওয়ারী সেন্টার সহ এইভাবে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত মোট ৯ টি অঙ্গনওয়ারী সেন্টারের মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছিল৷ অঙ্গনওয়াড়ি সেন্টারের এই মেরামতের কাজগুলি স্থানীয় ঠিকাদারেরা কাজের বরাত পেয়ে রীতিমত বিশালগড় ব্লকের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বিল জমা দেয়৷ কিন্তু আজ এক বছরের উপরে হয়ে গেলেও ঠিকাদারেরা এখনো পর্যন্ত তাদের কাজের সেই ন্যায্য টাকা পায়নি৷ যার ফলে ঠিকাদারেরা বিশালগড় আর ডি ব্লকের বিডিও সহ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক এবং বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর কাছেও যায় কিন্তু সবাই ঠিকাদারদের সময়ের পর সময় বেঁধে দিচ্ছে কিন্তু তারপরেও তাদের কাজের সেই ন্যায্য টাকা মিলছে না৷ অভিযোগ বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সেই কাজের টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে৷ তাদের বক্তব্য দপ্তরের কাছে যদি কোন টাকায় না থাকে তাহলে কেন শুধু শুধু তাদেরকে দিয়ে অঙ্গনওয়ারী সেন্টারের মেরামতের কাজ করানো হলো৷ ঠিকাদারদের আরো অভিযোগ এটা তাদের সাথে রীতিমতো দপ্তরের প্রতারণা করা হচ্ছে৷ তাই ঠিকাদারেরা নিরুপায় হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন এবং সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে দাবী জানিয়েছেন জেলাশাসক যেন খুব শীঘ্রই তাদের কাজের সেই ন্যায্য পাওনা টাকা মিটিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করেন৷
2023-04-16

