BRAKING NEWS

আউট হয়ে মাঠে বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন নাইট অধিনায়ক

মুম্বই, ১৬ এপ্রিল(হি.স.): নিতিশ রানাকে মাঠে এমনভাবে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়নি। যেটা দেখা গেল আজ মুম্বাইয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর একেবারে অন্য মেজাজে দেখা গেল কেকেআর অধিনায়ককে। ব্যাট-বলের লড়াইয়ের বদলে ২২ গজেই মুম্বইয়ের বোলারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন রানা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ক্লিপিংস।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন নারায়ণ জগদীশান। গুরবাজ আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন কেকেআর অধিনায়ক রানা। আগের ম্যাচে অর্ধশতরান হাকালেও আজ তিনি ছন্দে ছিলেন না। ১০ বলে ৫ রানের মাথায় হৃত্বিক শকিনের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। ক্রিজ ছেড়ে বেরনোর সময় মুম্বইয়ের অফস্পিনার কিছু একটা বলেন রানাকে। ঠিক সেই মুহূর্তেই এগিয়ে এসে রানাও কিছু বলতে শুরু করেন। এরপর দু-চার কথা কাটাকাটিও হয় তাঁদের মধ্যে। তবে দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব ও পীযূশ চাওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *