নাগপুর, ১৫ এপ্রিল (হি.স.): সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি। আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব নিয়ে এভাবেই কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত।
শনিবার সঞ্জয় রাউত বললেন, ” অরবিন্দ কেজরিওয়াল সিবিআই নোটিশ পেলেন। সব জায়গাতেই বিরোধীদের সঙ্গে এমন হচ্ছে। ওরা এবার চেষ্টা করছে ইডি, সিবিআইকে ব্যবহার করে মহারাষ্ট্রে এনসিপি-কে ভাঙার। এটা সরকার? ওরা (বিজেপি) আসলে গ্যাং চালাচ্ছে।”
এর পাশাপাশি তিনি বলেন, “ওরা বিজয় মালিয়াকে দেশে ফেরাতে পাচ্ছে না, তাহলে কী করে কালো টাকা ফেরাবে? এটা সরকারের ব্যর্থতা। ওরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।”
উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সম্ভবত রবিবার সিবিআই দফতরে যাবেন কেজরিওয়াল।