BRAKING NEWS

সরকারি বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু রাহুল গান্ধীর, ট্রাকে করে অন্যত্র যাচ্ছে জিনিসপত্র

নয়াদিল্লি, ১৪ এপ্রিল(হি.স.) : রাজধানীতে বাংলো ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিলেন রাহুল গান্ধী। শুক্রবার নয়াদিল্লির ১২ তুঘলক রোডের সরকারি বাংলো থেকে ট্রাকে করে জিনিসপত্র বের করা হল।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় সেই বাংলো থেকেই বেরিয়ে যেতে হচ্ছে সোনিয়াপুত্রকে। লোকসভার হাউজিং প্যানেলের তরফে রাহুলকে বাংলো ছাড়া নিয়ে নোটিস দেওয়া হয়েছিল। যা গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিসের নির্দেশ মেনেই কাজ করব।”
জানা গিয়েছে, আপাতত ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতেই উঠছেন রাহুল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, একদিনে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে বাংলো ছাড়ার শেষ দিন ২২ এপ্রিল হলেও অনেকটা আগেই তা ফাঁকা করার কাজ শুরু করে দিলেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *