BRAKING NEWS

কিছু মানুষ নিজেরাও করেন না, অন্যদেরও করতে দেন না, সবসময় ক্রেডিটের দাবি করেন, গুয়াহাটিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ মোদীর

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : কিছু মানুষ আছেন, যাঁরা নিজেরাও কিছু করেন না, অন্যদেরও করতে দেন না, কেউ করলে তার ক্রেডিট নিতে উঠে-পড়ে নেমে যান। গুয়াহাটির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে এত বছর পশ্চাদপদ অঞ্চল করে রাখায় দেশের পূর্ববর্তী সরকারগুলির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার চাংসারিতে এইমস-গুয়াহাটি এবং ভাৰ্চুয়ালি তিনটি নবনিৰ্মিত মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আজ অসমে প্ৰায় ১৪,৩০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির সমাপন এবং গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টিকারী ১১,৩০৮ জন ঢোল-বাদক ও নর্তকির সমবেত সর্ববৃহৎ বিহু নৃত্য উপভোগ করতে গুয়াহাটি এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চাংসারিতে বিশাল জনসভায় প্ৰধানমন্ত্ৰী অসমিয়া ভাষায় অসমবাসীকে বিহুর শুভেচ্ছা জানিয়ে মা কামাখ্যার ভূমি থেকে সকলকে প্ৰণাম জানান। প্ৰধানমন্ত্ৰী বলেন, আজকের রঙালি বিহুর পবিত্ৰ ক্ষণে অসম তথা উত্তর-পূৰ্বাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো এক নতুন শক্তি লাভ করেছে। যোগাযোগের ক্ষেত্ৰেও অসম তথা উত্তরপূর্বে অভূতপূৰ্ব উন্নয়ন হয়েছে। আজ উত্তর-পূৰ্বাঞ্চল প্ৰথম এইমস লাভ করেছে। অসম পেয়েছে তিনটি নতুন মেডিক্যাল কলেজ। প্রধানমন্ত্রী মোদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রশংসা করে দাবি করেছেন, গত নয় বছরে ভারতে প্রায় ৩০০টি মেডিক্যাল কলেজ স্থাপন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলকে সড়ক, জল এবং আকাশপথের সঙ্গে দেশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শৌচালয়, রান্নার গ্যাস ইত্যাদি সব উন্নয়নমূলক প্রকল্পের দ্বারা মানুষ কীভাবে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন, তার বর্ণনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলেন, ‘আমি আপনাদের সেবক মনোভাবে কাজ করি। আগে উত্তর-পূর্বাঞ্চল মনে করত দিল্লি বহু দূর। কিন্তু আজ সেই পরিস্থিতি নেই। উত্তর-পূৰ্বাঞ্চল আমাদের থেকে বেশি দূরে বলে অনুভব করে না। ফলে এই অঞ্চলের সঙ্গে আপনত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আজ উত্তর-পূৰ্বাঞ্চলের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে উন্নয়নের শাসনভার গ্ৰহণ করেছেন। আমরা ভারতের উন্নয়নের মন্ত্ৰ শিরধার্য করে এগোচ্ছি।’

কংগ্রেসের বিরুদ্ধে তির নিক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে সফরের সময় আমি যখন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের কথা বলি, তখন কিছু লোক ক্রেডিট না পাওয়ার অভিযোগ করতে শুরু করে। তাঁরা ক্রেডিট-ক্ষুধার্ত ছিল। তাই উত্তর-পূর্বাঞ্চল এ সব প্রশ্নের বাইরে ছিল। তাদের বিপরীতে আমরা জনগণের উন্নয়ন কীভাবে হবে, তার চেষ্টা করি।’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ‘সৎ-মাতৃসুলভ’ আচরণ করত বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *