নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ বিগত ২০১৬-১৭ সালে ৪৭ আমবাসা বিধানসভার অন্তর্গত পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছিল গ্রামের প্রায় ৬০টি বাড়িতে৷ সরকারি খরচে বৈদ্যুতিক মিটারও বসিয়ে দেওয়া হয়েছিল৷ দিন কয়েকের মধ্যে গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷ সেটাই মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল গ্রামের জনগণ৷ কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে৷ বিদ্যুৎ সংযোগ আজও হয়নি৷ বাম আমলে বঞ্চিত হয়ে রাম আমলের প্রথম পাঁচটি বছর শেষ হয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে৷ আজও গ্রামবাসী নিজ ঘরে দেখতে পেল না বৈদ্যুতিক আলো৷ আশ্বাস পাওয়া সত্ত্বেও গ্রামের মানুষদের জন্য ব্যবস্থা করা হলো না পানীয় জল এবং একমাত্র চলাচলের উপযোগী রাস্তাটির কোন উন্নয়ন৷ ২০১৮ সালে দ্বাদশ বিধানসভা নির্বাচনে জয়ী হলে কয়েক মাসের মধ্যে প্রথম কাজ হবে পাইজাবাড়ি গ্রামে বৈদ্যুতিক সংযোগ, পানীয় জল এবং রাস্তার উন্নয়ন৷ কথা দিয়েছিলেন তৎকালীন বিজেপি জেলা সভাপতি পরিমল দেববর্মা৷ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পাঁচটি বছর বিধায়ক হিসাবে সরকারি দেহরক্ষী নিয়ে চলাফেরা করেছেন৷ কিন্তু বেমালুম ভুলে গিয়েছিলেন গরিব মানুষগুলোকে দেওয়া প্রতিশ্রুতি৷ পাঁচটি বছর তিনি আর পাইজাবাড়ি গ্রামেই পা রাখেননি৷ ২০২৩ বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির ৪৭ আমবাসা নির্বাচনক্ষেত্রটি হাতছাড়া হয়েছে৷ এই কেন্দ্র থেকে এবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিপ্রামথার চিত্তরঞ্জন দেববর্মা৷ বুধবার বিধায়ক শ্রী দেববর্মা পাইজাবাড়ি গ্রাম পরিদর্শনে যান৷ পরিদর্শন কালে তিনিও গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন৷ রাজ্য সরকারের মন্ত্রীসহ দপ্তর কর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন৷ এখন দেখার নয়া বিধায়ক কতটা প্রতিশ্রুতি পালন করেন৷
2023-04-14