জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন আসাম রাইফেলস পাবলিক স্কুলের

ভবনস্:- ৯৩/৭(২০)

আ: রাইফেলস:- ৯৫/৩(১২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। দুর্দান্ত জয় আসাম রাইফেলস পাবলিক স্কুলের। তাও ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে। মোটকথা, দুর্দান্ত জয় দিয়েই এবারকার মতো স্কুল ক্রিকেট অভিযান শেষ করেছে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বালিকারা। ছয় দলীয় আসরে চতুর্থ স্থান নিশ্চিত, তবে টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচে তেমন কোন অঘটন ঘটলে হয়তো আসাম রাইফেলস তৃতীয় স্থানের মর্যাদাও পেয়ে যেতে পারে। আজ, শুক্রবার খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। দিনের প্রথম ম্যাচ। সকাল সাড়ে আটটা নাগাদ খেলা শুরুতে টস জিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মৌসুমী সাহার ২০ রান এবং স্নিগ্ধা রায়ের ১৯ রান উল্লেখ করার মতো। আসাম রাইফেলস পাবলিক স্কুলের সুস্মিতা বসাক নয় রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, ক্রিস্টিনা রেমা ১৩ রানে দুটি এবং প্রোমিকা হালাম একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ওপেনাররা উইকেট ছেড়ে দ্রুত চলে আসলেও প্রিয়শ্রী দাস দশ রান করে রাস্তা দেখায়। পরে সোনি কুমারী ও দিয়া অধিকারীর চতুর্থ উইকেটের জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। সোনি কুমারী একুশ রানে এবং দিয়া অধিকারী ১৩ রানে অপরাজিত থাকে। তবে অতিরিক্ত ৪৫ রান দ্রুত জয় পেতে তাদের কিছুটা সহায়তা করেছে। আসাম রাইফেলস পাবলিক স্কুল ১২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।