জম্মু, ১৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার খানেতার গ্রামে। আহতদের উদ্ধার করে পুঞ্চ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পুঞ্চ জেলার খানেতার গ্রামে জাকির হোসেন শাহের বাড়ির ছাদ ভেঙে পড়ে। ওই পরিবারের একজনের মৃত্যুতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন শোক জানানোর জন্য। সেই সময় আচমকাই বাড়ির ছাদ ভেঙে পড়ে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন মহিলা।

