ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পুর নিগম পুরুষ ও মহিলাদের নিয়ে তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো। আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল হবে এই ক্রীড়া প্রতিযোগিতা। যাতে পুরুষদের বিভাগে হবে ক্রিকেট টুর্নামেন্ট। মহিলাদের জন্য রয়েছে পাঁচটি মজাদার ইভেন্ট। সহযোগিতায় আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাব। এবারই প্রথম আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় মহিলাদের জন্য ইভেন্ট গুলোর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক করে এই সব তথ্যগুলো তুলে ধরলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন টিসিএ’র সভাপতি তপন লোধ, জুনিয়র ইঞ্জিনিয়ার তথা আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক প্রশান্ত ভৌমিক প্রমুখ। বিষয়টা সত্যিই চমকপ্রদ হবে। কেন না বেশ কয়েকজন কাউন্সিলারকে দেখা যাবে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। একই ভাবে বেশ কয়েকজন মহিলা কাউন্সিলারকে ও দেখা যাবে মহিলাদের ইভেন্টে অংশগ্রহণ করতে। সরকারি ছুটি রয়েছে এই তিনদিন। ২১ এপ্রিল সকাল ১০ টায় এমবিবি কলেজের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পর্ব হবে। মেয়র দীপক মজুমদারও থাকবেন। থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীরও। তবে অতিথিদের সময় সূচি এখনোও চূড়ান্ত হয়নি। এটা হয়ে গেলে আয়োজকদের তরফে বিশিষ্ঠ অতিথিদের থাকার বিষয়টা জানিয়ে দেয়া হবে বলে জানালেন ডেপুটি মেয়র। টুর্নামেন্টকে ঘিরে যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের। এই ক্লাবের প্রত্যেক সদস্যই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ক্রীড়া প্রতিজোগিতাকে সাফল্য মন্ডিত করার জন্য।
2023-04-13