গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : দিল্লিতে অসমের বরপেটা জেলা পুলিশের হাতে আটক হয়েছে আরেক ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-র সদস্য। ধৃতের নাম জাকির হুসেন। সে বরপেটা জেলার কয়াকুচি এলাকার বাসিন্দা।
গুয়াহাটিতে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। গত ৮ এপ্রিল বরপেটা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতারকৃত ‘ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া’ (সিএফআই)-এর জাতীয় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মির্ধা প্রদত্ত বয়ানের ওপর ভিত্তিতে করে জাকির হুসেনকে আটক করা হয়েছে। জাকিরের সঙ্গে জাহিদুল ইসলামের পারিবারিক সম্পর্ক রয়েছে, জানিয়েছে পুলিশের সূত্ৰটি।
পুলিশের সূত্রটি জানিয়েছে, জাকির হুসেন নিম্ন অসমের বরপেটার কয়াকুচি থেকে চাকরির উদ্দেশ্যে গত ২০১১ সালে দিল্লি গিয়েছিল। দিল্লি গিয়ে একটি ফিনান্স কোম্পানিতে কাজ করছিল জকির। দিল্লিতে তার নিজের বাড়িও আছে।
ক্ৰাইম ব্ৰাঞ্চের সূত্রটি আরও জানিয়েছে, গত ৮ এপ্রিল অসমের বরপেটা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ ইসলামিক সংগঠন পিএফআই)-র দুই কর্মকর্তা জাকির হুসেন ও সামাদ আহমেদ এবং সিএফআই-এর জাতীয় কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মির্ধা সহ তিনজনকে। সামাদ আহমেদ পিএফআই-এর অসম রাজ্য কমিটির সভাপতি এবং জাকির হুসেন সচিব। জাহিদুল ইসলাম মির্ধার স্বীকারোক্তির ভিত্তিতে দিল্লি পুলিশের সহায়তা নিয়ে জাকির হুসেনকে আটক করা হয়েছে।