নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ কাঁঠালিয়া ব্লক এলাকার থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গতকাল ২দিনব্যাপী ২১তম রাজ্যভিত্তিক বুইসুু তের-র সূচনা হয়েছে৷ ত্রিপুরা চুবালাই বুথুর উদ্যোগে এই বুইসুু তের-র আয়োজন করা হয়েছে৷ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রদীপ প্রজ্জলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেন, বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ভিন্ন প্রথায় ভিন্ন নামে নতুন বছরের বরণ পর্ব প্রচলিত হয়ে আসছে৷ জনজাতি ত্রিপুরী সম্পদায়ের এই বর্ষবরণ অনুষ্ঠান বুইসুু নামে পরিচিত৷ যা তাদের চিরাচরিত জনজীবন, ধর্মীয় রীতিনীতি এবং সংস্ক’তি ইত্যাদির সাথে যুক্ত৷ বিগত সরকারগুলির সময়ে জনজাতিদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অত্যন্ত অবহেলিত ছিল৷ সেই জায়গায় এই সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে৷ তাছাড়াও ত্রিপুরী সমাজের নিজস্ব ক’ষ্টি, সংস্ক’তি ও ভাষা ইত্যাদি বিকাশের স্বার্থে বুইসুু তেরকে অধিক গুরুত্ব দিয়েছে৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ক’ষ্টি ও সংস্ক’তির মাধ্যমেই মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয়৷ যা পারস্পরিক একতাবোধকে জাগিয়ে তোলে৷ জনজাতিদের সংস্ক’তি ও শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, গরীব জনজাতি অংশের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুুযোগ সুুবিধা প্রদানের জন্য বর্তমান রাজ্য সরকার এ রাজ্যে আরও ১৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল গড়ে তোলার কাজ হাতে নিয়েছে৷ রাজ্যের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ নিয়ে সড়ক নির্মাণ সহ বিমানযোগে যাতায়াত এবং রেল পরিষেবা ইত্যাদির সুুব্যবস্থা করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবাগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়ে বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷
অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বুইসুু উৎসবের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, জনজাতি অংশের মানুষের মধ্যে বাংলা নতুন বছরকে স্বাগত এবং পুরাতন বছরকে বিদায় জানানোর পর্বের মতোই ত্রিপুরী সম্পদায়ের উৎসব হলো বুইসুু৷ অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, ত্রিপুরা সমাজের নারান বীরেন্দ্র ত্রিপুরা৷ স্বাগত বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক ২১তম বুইসুু উৎসবের সম্পাদক সুুকুরাই ত্রিপুরা৷