BRAKING NEWS

ইন্দোর: যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, সংবিধান বিপদে থাকবে: অখিলেশ যাদব


ইন্দোর, ১৩ এপ্রিল(হি.স.) : বৃহস্পতিবার ইন্দোরে পৌঁছেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। তিনি সাংবাদিকদের সাথে বার্তালাপের সময় তিনি বলেন, যতদিন দেশে বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন সংবিধান বিপদে থাকবে।

বৃহস্পতিবার সকালে অখিলেশ যাদব ইন্দোর বিমানবন্দরে আসেন, তখন তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে। বিমানবন্দর থেকে যাদব ইন্দোরের সপা নেতা বান্তে যাদবের বাসভবনে পৌঁছান। আাগামীকাল আম্বেদকর জয়ন্তী উপলক্ষে মহুতে বাবাসাহেব আম্বেদকরের জন্মস্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন অখিলেশ যাদব।
ইন্দোর বিমানবন্দরে যদিও রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রশ্নে যাদব কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বললেন, সংবিধান বিপদে পড়েছে, আগামীকাল বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী, আমি তাঁর জন্মস্থান মহুতে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *