নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) :দিল্লির নারেলা এলাকার একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। বুধবার সকালে ওই প্লাসটিকের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১৫টি ইঞ্জিন।
জানা গেছে, কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।