সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ সারা ভারত কৃষক সভার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির অনুষ্ঠিত হয়৷ সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরে এদিনের কর্মসূচি হয়৷ উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সেবা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর৷ তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকারকে আক্রমণ করে বলেন, দেশে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেখা গেছে কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ কৃষকদের ফসলের অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা করে কৃষি বিরোধী আইন সামনে আনে৷ এর বিরুদ্ধে কৃষকরা লড়াই শুরু করে৷ শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃষকদের কাছে মাথা নত করতে হয়েছে৷ এবং তিনটি কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে৷ এবং এ লড়াই এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *