চেন্নাই, ১১ এপ্রি ল(হি.স.): দলের শক্তি বৃদ্ধিতে এবার ৩০ টাকা দিয়ে দুই তারকা ক্রিকেটারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। এই দুই তারকা ক্রিকেটার হলেন দীপক চাহার ও ব্রেন স্টোকস। এই দুই ক্রিকেটারের ইনজুরিতে চেন্নাই এখন বিপর্যস্ত।
চেন্নাই সুপার কিংসের পেসার দিপক চাহার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। মুম্বাইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়া এই ক্রিকেটারের মাঠে ফিরতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আবার এমনও মনে করা হচ্ছে এবারের আইপিএল বোধহয় চাহারের শেষ। দিপকের ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যান করাতে হবে। দীপককে ১৪ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু পিঠের ইনজুরিতে গত আসরের পুরোটাই মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। এবার আবার আসরের শুরুতেই ইনজুরিতে পড়লেন এই পেসার।
ওদিকে, চেন্নাইয়ের আরেক দামি ক্রিকেটার বেন স্টোকস ইনজুরিতে পড়েছেন। শুধু ব্যাটার হিসেবে খেলা ইংলিশ অলরাউন্ডারের মাঠে ফিরতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁকে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্জাইজি চেন্নাই সুপার কিংস ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনেছিল।