ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। আমবাসাকে হারিয়ে কৈলাশহরের চমক। অপর খেলায় সদর-বি প্রত্যাশিত জয় পেয়েছে অমরপুরের বিরুদ্ধে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটের গ্রুপ লীগের খেলা শুরু করেছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহর ৬ উইকেট এর ব্যবধানে আমবাসাকে পরাজিত করেছে। টস জিতে আমবাসা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৪.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক প্রসেনজিৎ চক্রবর্তী সর্বাধিক ২১ রান পায়। কৈলাশহরের অধিনায়ক বিজয় শীল সাত রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া সোহন মিয়া সূর্য তিনটি এবং সিয়াম উদ্দিন দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কৈলা শহর ২৯.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নিয়েছে। কৈলাশহরের বিনিত যাদব সর্বাধিক ৪৪ রান পেয়েছে। আমবাসার দীপক দেব দুটি উইকেট পেয়েছিল।
বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় সদর-বি ১০ উইকেটের ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে অমরপুরকে হারিয়ে। টস জিতে অমরপুর ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪১ ওভারে ৭২ রান সংগ্রহ করে থেমে যায়। দলের পক্ষে সুব্রত চক্রবর্তী সর্বাধিক ৩৫ রান পায়। সদর বি-র স্নেহাশীষ পাল তিন রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, অমিত সরকার নয় রানে তিনটি এবং উজ্জয়ন বর্মন ১১ রানে দুটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে সদর বি-র ওপেনিং জুটির সুব্রত শর্মা ৪০ রানে এবং মাহিন চৌধুরী ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।

