কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : আজ কিছুক্ষণের মধ্যেই কেরলে সুপার কাপ অভিযানে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ গোকুলাম কেরল।
আইএসএল জেতার জন্য দলের প্রতিটি ফুটবলার রয়েছে ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচটি নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
উল্লেখ্য, গত ডুরান্ড কাপে এই গোকুলামের কাছেই পরাজিত হয়েছিল এটিকে মোহনবাগান। তবে এবার জিতেই টুর্নামেন্ট শুরু করতে চান দলের স্প্যানিশ কোচ।
চলতি মরশুমে চোটের কারনে ঠিকমতো আইএসএল খেলতে না পারলেও বর্তমানে দলে ফিরেছেন তিরি। তাছাড়া ব্যাপক ছন্দে রয়েছেন স্লাভকো থেকে শুরু করে হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতোসরা। তবে আশিক কুরুনিয়ান চোট রয়েছে। আর না খেলার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় তরুণ তারকা জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি থেকে শুরু করে মনবীর সিংয়ের মতো ফুটবলারকে নেওয়া হয়েছে।
আজ প্রথম একাদশে থাকতে পারেন:গোলরক্ষক বিশাল কাইথ, রক্ষনে:
প্রীতম কোটাল, তিরি, স্লাভকো ও আশিষ রাইয়ে। মাঝমাঠে : সুমিত রাঠি, ম্যাকহিউ, হুগো বুমোস ও গ্লেন মার্টিন্স। ফরোয়ার্ড: মনবীর সিং ও দিমিত্রিদের।