ডিব্ৰগড় (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশে যাওয়ার পথে ডিব্ৰুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। মোহনবাড়ি থেকে ইটানগরের উদ্দেশ্যে যাত্রা করিয়ে আগামীকাল ডিব্রুগড়ে অনুষ্ঠেয় কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী শাহের প্রস্তাবিত জনসভা স্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্ৰী।
ডিব্ৰুগড়ের মানকটা খেলার মাঠে আগামীকাল মঙ্গলবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ বিজেপির আঞ্চলিক কাৰ্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠানে যোগদান করবেন। এর পর বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
ইতিমধ্যে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ ডিব্ৰুগড় বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী আনজাও জেলার কিবিথু গ্ৰামে গিয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে।