জয় দিয়ে শুরু ধর্মনগরের টানা জয়ে এগুচ্ছে গন্ডাছড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। জয় দিয়ে আসর সূচনা ধর্মনগরের। গ্রুপ ডি-তে গন্ডাছড়া দলও দুর্দান্তভাবে জয়ের ধারা অক্ষুন্ন রেখে এগুচ্ছে। খেলা অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। কৈলাসহরে আর কে আই স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর ৪০ রানের ব্যবধানে কাঞ্চনপুরকে হারিয়ে নিজেদের লীগ সূচনা করেছে। টস জিতে ধর্মনগর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৯.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৈকত বিশ্বাসের অপরাজিত ২৭ রান এবং অধিনায়ক কার্তিক পালের ২৬ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩০ রান তাদের সুবিধা হয়েছে। কাঞ্চনপুরের রুপম নাথ ও সুজয় দেবনাথ তিনটি করে এবং মানস নাথ দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর ২৩.১ ওভার খেলে ১১১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে উইকেট রক্ষক তাপস রিয়াং একা উইকেটে দাঁড়িয়ে সর্বাধিক ৪৮ রান পেলেও পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে পেভিলিয়নের ফেরায় তাদের শেষ রক্ষা সম্ভব হয়নি। ধর্মনগরের ভাইথাঙ্গ রিয়াং ও অভয় চক্রবর্তী তিনটি করে এবং সৈকত বিশ্বাস দুটি উইকেট পেয়েছে। ভাইথাঙ্গ পেয়েছে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব।

কৈলাশহরের আর কে এম স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে গন্ডাছড়া দুর্দান্ত জয় পেয়েছে আট উইকেটের ব্যবধানে কমলপুরকে হারিয়ে। টস জিতে কমলপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ১৫.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভ্রজীৎ দাস সর্বাধিক ১৩ রান পায়। গন্ডাছড়ার রজত দাস এগারো রানে চারটি এবং যশুয়া রিয়াং ১৭ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে গন্ডাছড়া ১৮.৪ ওভার খেলে দুই উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুদীপ চক্রবর্তী সর্বাধিক ১৭ রান পেয়েছে। বিজয়ী দলের রজত দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।