বেলজিয়ান ম্যালিনোস এবার কলকাতা পুলিশে

কলকাতা,১০ এপিল (হি. স.): আরও কড়া কলকাতা পুলিশ । এবার বোমা উদ্ধার থেকে রহস্য জনক কাজের উদ্ধারের জন্য কলকাতা পুলিশে আসছে বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির কুকুর । তারই আগে সোমবার বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির জুয়েল এবং গিনি হাজির কলকাতায় পুলিশ ট্রেনিংয়ের ডগ স্কোয়াডে ।

বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির কুকুর সন্ধান দিয়েছিল আল–কায়দা প্রধান ওসামা বিন লাদেনের । এই কুকুরের সাহায‌্য লাদেনকে ধরতে পেরেছিল আমেরিকার ‘সিল টিম সিক্স’ । আর এবার সেই কুকুর কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে । লাদেনকে ধরিয়ে দেওয়া ম্যালিনোস প্রজাতির কুকুরের নাম ছিল কায়রো । তারই উত্তরসূরী জুয়েল হাজির হল কলকাতা পুলিশে । তাকে ডগ স্কোয়াডে নিয়ে এসেছে কলকাতা পুলিশের বিশেষ টিম । পাশাপশি এই কুকুরের পাশাপাশি কলকাতায় এসেছে ল‌্যাবরাডর গিনি । ম্যালিনোস প্রজাতির জুয়েল এবং ল‌্যাবরাডর গিনি দু’জনই বিস্ফোরক বিশেষজ্ঞ বলে খবর ।