BRAKING NEWS

জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠীত সংবর্ধনা অনুষ্ঠান

শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : আটত্রিশ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রাষ্ট্রবাদী আশা, অঙ্গনওয়াড়ী , সরকারী কর্মচারী এবং পেনশনার সংঘের যৌথ উদ্দ্যোগে দক্ষিণ জেলার রাষ্ট্রবাদী সরকারের নব নির্বাচিত মন্ত্রী, পবিত্র বিধানসভার বিধায়িকা ও বিধায়কগনকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি মনঃ, ভাইসচেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, বিজেপির দক্ষিন জোলার সহ সভাপতি চাথই মগ সহ অন্যানরা। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে সরকারি কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের জন্য মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মীদের ধন্যবাদ জানালেন মন্ত্রী। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভাকে দক্ষিন জেলায় শ্রেষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলে জানান। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে নেশামুক্ত করে ঘরে তোলা হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *